Rapid Per-VLAN Spanning Tree+ (RPVST+)

Rapid PVST+ হল PVST+ এর Update Version,যা RSTP & PVST+ এই দুটি Protocol কে Combine করে RPVST+ Develop করা হয়েছে। RPVST+ Develop করে Cisco। RPVST+ জানার আগে আমাদের জানতে হবে RSTP & PVST+.

RSTP: STP কে Update করে RSTP Develop করা হয়। RSTP Open Standard (IEEE 802.1w) Protocol। এবং STP তুলনায় RSTP Convergence Time অনেক Fast. STP এর ক্ষেত্রে পোর্ট Blocking State এ থাকলে Blocking State থেকে Forwarding State এ আসতে (20+15+15)=50sec সময় লাগবে। RSTP এর ক্ষেত্রে এই 50sec সময় লাগে না। Forwarding State এ আসতে 1sec এর মতো সময় লাগে।

STP & RSTP Port State:

STP & RSTP Port Role:

PVST+: Per-VLAN Spanning Tree (PVST+) হল Cisco proprietary Protocol. যা Develop করে Cisco এবং শুধুমাত্র Cisco ডিভাইসে Support করে। STP এর ক্ষেত্রে সুইচে সবগুলো VLAN মিলে একটি Root Switch নির্বাচন হয়। এবং প্রতিটি VLAN এর জন্য আলাদা আলাদা Root Switch নির্বাচন হয় না। PVST+ এর ক্ষেত্রে প্রতিটি VLAN এর জন্য আলাদা আলাদা Root Switch নির্বাচন হয় । এমনকি যদি কোন নেটওয়ার্কে 10টি VLAN থাকে তাহলে 5টি VLAN এর জন্য Switch-1 কে Root Switch বলে দিতে পারি আবার বাকি 5টি VLAN এর জন্য Switch-2 কে Root Switch বলে দিতে পারি। অর্থাৎ PVST+ Load Balancing করতে পারে। কিন্তু PVST+ Convergence Time STP এর মতো Slow. এই সমস্যা সমাধান এর জন্য Cisco RPVST+ Develop করে। RPVST+ Load Balancing ও করবে আবার Convergence Time ও কম লাগবে।

Load Balancing

RPVST+ Work Process:
STP মতো RPVST+ তে Root Switch Election, Root Port(RP), Designated port (DP), Port Election Criteria এই Process গুলো একই । এই গুলো STP তে আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে জানতে […] Click Here […]। RPVST+ Protocol এর ক্ষেত্রে Access Port গুলোতে Portfast Required। কারন নিচের চিত্রে আলোচনা করা হলঃ

উপরের চিত্রে Switch-1 & Switch-2 এর 1 Number এবং 2 Number পোর্ট এ RPVST+ Protocol কাজ করছে। এখন যদি 1 Number ইন্টারফেস Down হয়ে যায় তাহলে Discarding State থেকে 2 Number ইন্টারফেস Immediately UP হয়ে যাবে। কিন্তু RPVST+ এর ক্ষেত্রে যখন 1 Number ইন্টারফেস Down হবে তখন Switch-1 & Switch-2 তার সাথে Connect থাকা সব পোর্ট গুলকে Discarding State এ নিয়ে যাবে। 2 Number ইন্টারফেস তো Immediately UP হয়ে যাবে কিন্তু বাকি পোর্ট গুলো UP হতে (15+15)=30sec সময় লাগবে। এই জন্য বাকি অ্যাক্সেস পোর্ট গুলোতে Portfast Required।

RPVST+ Port Description:

Discarding: Port Discarding State এ থাকলে Discarding থেকে Learning state এ আসতে 15sec সময় নিবে । Discarding state এ BPDU Send করবে না কিন্তু BPDU Receive করবে। Data Send Receive কোনটাই করবে না। এবং MAC Address ও Learn করবে না।

Learning: Port Learning state এ থাকলে Learning থেকে Forwarding state এ আসতে 15sec সময় নিবে । Learning state এ BPDU Send/Receive করবে। কিন্তু Data Send/Receive করবে না। এবং MAC Address ও Learn করবে ।

Forwarding: Port Forwarding state এ থাকলে BPDU এবং Data Send/Receive করবে । MAC Address ও Learn করবে

Why Convergence Time Is Fast In RPVST+:

উপরের চিত্রে Switch-1 & Switch-2 এর 1 Number ইন্টারফেস Forwarding State আছে , এবং 2 Number ইন্টারফেস Discarding State এ আছে। এখন 1 Number ইন্টারফেস কোন কারনে Down হলে 2 Number ইন্টারফেস Immediately UP হওয়ার Process শুরু হবে। RPVST+ এর ক্ষেত্রে সুইচ গুলো সব সময় Configuration BPDU Generate করে। উপরের Topology তে Switch-2 এর কাছে একসাথে 1 Number এবং 2 Number পোর্ট এ Superior BPDU Receive হচ্ছে। এর মধ্যে যদি 1 Number ইন্টারফেস দিয়ে পরপর 3টি BPDU Receive না হয় তাহলে Switch-2 ধরে নিবে Root Switch Down। তখন Switch-2 Immediately 2 Number পোর্টকে Discarding State থেকে সরসসরি Forwarding State এ নিয়ে আসবে।

উপরের চিত্রে Switch-1 এর 1 Number এবং 2 Number পোর্ট Forwarding State এ আছে । Switch-2 এর 3 Number এবং 4 Number পোর্ট Forwarding State এ আছে। Switch-3 এর 5 Number পোর্ট Forwarding State এ আছে এবং 6 Number পোর্ট Discarding State এ আছে।
Switch-2 এর কাছে 4 Number পোর্ট দিয়ে Superior BPDU Receive হচ্ছে। কোন কারনে এই 4 Number ইন্টারফেস Down হলে Switch-2 এর কাছে কোন Superior BPDU Receive হবে না, ফলে Root Switch এর কোন ইনফর্মেশন থাকবে না । Switch-2 মনে করবে Root Switch Down হয়েছে, তাই সে নিজে Switch-3 এর কাছে Proposal BPDU Generate করবে , Switch-3 যখন Proposal BPDU Receive করবে, তখন Switch-3 তো জানে Root Switch এর ইনফর্মেশন, Switch-3 তখন Root Switch এর ইনফর্মেশন সহকারে Switch-2 কে Proposal BPDU Generate করবে। Switch-2 যখন Proposal BPDU Receive করবে তখন সে Root Switch এর ইনফর্মেশন পেয়ে যাবে, তারপর Switch-2 Proposal BPDU এর Against এ Agreement BPDU Generate করবে এবং Switch-2 Port Role Change করে RP করবে। Switch-3 Port Role Change করে DP করবে এবং Discarding State থেকে সরসসরি Forwarding State এ আসবে।

RPVST+ Configure করার Command:

Switch(config)#spanning-tree mode rapid-pvst

Verify করার কিছু Command:

show spanning-tree summary
show spanning-tree detail
show spanning-tree active
show spanning-tree vlan 1
show spanning-tree interface fastEthernet 0/1

Have Any query Please Comment Below

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top