ফায়ারওয়াল একটি নেটওয়ার্ক সিকিউরিটি ডিভাইস যা ইনকামিং আউটগোয়িং নেটওয়ার্ক ট্রাফিক কে পর্যবেক্ষণ করে a set of rules এর উপর ভিত্তি করে ডাটা প্যাকেট কে ফরওয়ার্ড অথবা ড্রপ করে। ফায়ারওয়াল ব্যবহারের উদ্দেশ্য হল এক্সটার্নাল সোর্স থেকে ইন্টারনাল নেটওয়ার্কের আসা ইনকামিং ট্রাফিক গুলোকে ফিল্টার করা। অর্থাৎ এখানে ফায়ারওয়াল আউটসাইডার অবাঞ্চিত থ্রেট থেকে ইনসাইডের নেটওয়ার্কে সিকিউর করে ।