Native Vlan

আমরা জানি, একটি ট্রাংক লিংক দিয়ে যখন Vlan এর ইনফর্মেশন ট্রান্সফার হয় তখন ডাটা ফ্রেমের সাথে Vlan ট্যাগ যোগ হয়, আর এই Vlan ট্যাগ ছাড়া যে Vlan এর ডাটা ট্রান্সফার হবে তাকে Native Vlan বলে। অর্থাৎ Native Vlan এর ক্ষেত্রে ডাটা ফ্রেমের সাথে কোন Vlan ট্যাগ যোগ হয় না। প্রতিটা সুইচে একটি করে Native Vlan থাকে এবং Bydefault Vlan 1 Native Vlan হিসাবে কাজ করে, আমরা প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে পারি। যদি লিংক গুলো Dot1q তে Trunkকরা থাকে তাহলে Native Vlan সাপোর্ট করে। ISL এর ক্ষেত্রে Native Vlan সাপোর্ট করে না।

Native Vlan এর সুবিধা: Dot1q তে Trunk করা হলে ডাটার ফ্রেমের সাথে 4 বাইট Vlan Header যোগ হয়, অর্থাৎ ডাটার সাইজ বেড়ে যায় । Native Vlan এর ক্ষেত্রে এই 4 বাইট Vlan Header যোগ না হওয়ার কারনে তুলনামূলক ভাবে ডাটার ফ্রেমের সাইজ কম থাকে সেক্ষেত্রে ডাটা ট্রান্সফার দ্রুত হয়। Native Vlan সাধারণত ব্যাবহার করা হয় সুইচ টু সুইচ লেয়ার 2 Protocol এর Internal ইনফর্মেশন Synchronize করার জন্য যেমন (CDP.LLDP,STP,VTP,DTP Etc.)। এই Protocol এর Internal ইনফর্মেশন Synchronize এর জন্য যদি প্রতিবার ফ্রেমের সাথে 4 বাইট Vlan Header যোগ হয় তাহলে লিংকের ট্রাফিক বেড়ে যাবে।

Bydefault Vlan 1 Native Vlan থাকেঃ

Native Vlan পরিবর্তন করার Cmd:

SW-1(config-if)#interface fastEthernet 0/1
SW-1(config-if)#switchport trunk encapsulation dot1q
SW-1(config-if)#switchport mode trunk
SW-1(config-if)#switchport trunk native vlan 10

Result:

Have Any Query Please Comment Below.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top