Virtual Local Area Network ( Vlan ) একটি সুইচিং টেকনোলজি যা একটি Physical সুইচকে একাধিক ভার্চুয়াল সুইচে বা গ্রুপে বিভক্ত করে। Bydefault সুইচ এর সবগুলো পোর্ট মিলে একটি Broadcast ডোমেইনে থাকে । অর্থাৎ Vlan Create করলে সুইচে Layer 2 Broadcast ডোমেইনের সংখ্যা বেড়ে যায়। যদি আমরা একটি Scenario কথা চিন্তা করি, ধরি কোন নেটওয়ার্কএ 48 port এর একটি সুইচ আছে এবং ওই নেটওয়ার্কএ 4 টা ডিপার্টমেন্ট আছে , শর্তহল প্রতিটি ডিপার্টমেন্ট নিজেরদের মধ্যে কমিউনিকেশন করবে এক ডিপার্টমেন্টএর তথ্য অন্য ডিপার্টমেন্টএর শেয়ার হবে না তাহলে আপনি কি করবেন? এর Solution হিসাবে আমরা সুইচএ 4টি ডিপার্টমেন্টএর জন্য 4টি Vlan Create করতে পারি এবং সুইচ এর Physical পোর্ট গুলোকে ভাগ করে 4টি Vlan এ অ্যাক্সেস দিয়ে দিতে পারি। তাহলে প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে যাবে।
Vlan কে Identify করার জন্য কিছু Vlan নাম্বার ব্যাবহার করা হয় , এই Vlan নাম্বারকে বলা হয় Vlan ID. Vlan ID 12 bit এর হয়ে থাকে। এবং ডেসিমাল সংখ্যাই প্রকাশ করা হয়। এই Vlan এর ইনফর্মেশন সুইচএর flash memory তে vlan.dat নামক ফাইলে থাকে।
Range: Vlan ID Range: 0 থেকে 4095 পর্যন্ত।
Type of Range | Vlan ID | ব্যাবহার |
Reserved | 0 এবং 4095 | এই Vlan দুইটি সিস্টেম এর জন্য Reserved করা আছে , আমরা এই Vlan দুটো দেখতে পাব না। |
Normal | 1 | এই Vlan আমরা Create & Delete করতে পারব না কিন্তু Modify করতে পারব। Vlan 1 হল Default Vlan. Bydefault সুইচ এর সবগুলো পোর্ট Vlan 1 এ থাকে। |
Normal | 2 থেকে 1001 | এই Vlan গুলো আমরা Create, Delete & Modify করতে পারব। |
Normal | 1002 থেকে 1005 | এই Vlan গুলো Cisco সুইচে Create করা থাকে। আমরা Create, Delete & Modify করতে পারব না । |
Extended | 1006 থেকে 4094 | এই Vlan গুলো শুদুমাত্র Ethernet এর জন্য ব্যাবহার করা হয়। |
Type of Vlan:
Num | Name | ব্যবহার |
1 | Default Vlan | Vlan 1 হল Default Vlan. Bydefault সুইচ এর সবগুলো পোর্ট Vlan 1 এ থাকে। এই Vlan সুইচে Create করা থাকে। |
2 | Native Vlan | […] Click Here […] |
3 | Management Vlan | Management Protocol Run করে ডিভাইস গুলকে Manage করার জন্য এই Management Vlan ব্যবহার করা হয়। For More Details […] Click Here […] |
4 | Voice Vlan | Voice Traffic forward করার জন্য Voice Vlan ব্যাবহার করা হয়। |
5 | Data Vlan | Data Traffic forward করার জন্য Data Vlan ব্যাবহার করা হয়। |
LAB:
Command:
Switch>
Switch>enable
Switch#configure terminal
Switch(config)#vlan 10
Switch(config-vlan)#name Account
Switch(config-vlan)#exit
Switch(config)#vlan 20
Switch(config-vlan)#name Admin
Switch(config-vlan)#exit
Switch(config)#vlan 30
Switch(config-vlan)#name Sales
Switch(config-vlan)#exit
Switch(config)#vlan 40
Switch(config-vlan)#name Mgt
Switch(config-vlan)#exit
Switch(config)#int range fastEthernet 0/1-4
Switch(config-if-range)#switchport access vlan 10
Switch(config-if-range)#exit
Switch(config)#int range fastEthernet 0/5-8
Switch(config-if-range)#switchport access vlan 20
Switch(config-if-range)#exit
Switch(config)#int range fastEthernet 0/9-12
Switch(config-if-range)#switchport access vlan 30
Switch(config-if-range)#exit
Switch(config)#int range fastEthernet 0/13-16
Switch(config-if-range)#switchport access vlan 40
Switch(config-if-range)#exit
Switch(config)#do wr
Note: টোপোলজি অনুযায়ী পিসি গুলোতে আইপি অ্যাড্রেস Assign করবেন।
Result:
Have Any Query Please Comment Below.